নাইট্রোজেন ও ফসফরাসের বিভিন্ন ধর্মের মধ্যে সাদৃশ্য।

নাইট্রোজেন ও ফসফরাসের বিভিন্ন  ধর্মের মধ্যে সাদৃশ্য। 




নাইট্রোজেন ও ফসফরাস এর বিভিন্ন ধর্মের সাদৃশ্য আলোচনা করা হলো-


১. প্রকৃতিঃ নাইট্রোজেন ও ফসফরাস উভয়ে অধাতু এবং বহুরূপতা ধর্ম প্রদর্শন করে। 


২. জারণ অবস্থাঃ নাইট্রোজেন ও ফসফরাস উভয় পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। 

যেমনঃ নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের জারন অবস্থা +১ থেকে +৫ পর্যন্ত হয় এবং ফসফরাস জারণ অবস্থা +৩ ও +৫ প্রদর্শন করে। 

তবে নাইট্রোজেন ও ফসফরাস ধাতু ও হাইড্রোজেন এর সাথে -৩ জারণ অবস্থা প্রদর্শন করে। যেমনঃ Ca₃N₂ , Ca₃P₂ , NH₃ ও PH₃  যৌগে N ও P এর জারন অবস্থা -৩ হয়। 


৩. ইলেকট্রন বিন্যাসঃ নাইট্রোজেন ও ফসফরাস ইলেকট্রন বিন্যাসে সর্ববহিঃস্থ শক্তিস্তরে পাঁচটি ইলেকট্রন থাকে। 

N(7) ---> 1s² 2s² 2p³

P(15) ---> 1s² 2s² 2P⁶ 3s² 3p³


৪. বন্ধনঃ নাইট্রোজেন ও ফসফরাস মূলত সমযোজী বন্ধন গঠন করে। তবে Na₃N, Na₃P ইত্যাদি আয়নিক বন্ধনও গঠন করে। 


৫. হাইড্রাইড গঠনঃ নাইট্রোজেন ও ফসফরাস উভয় হাইড্রোজেন এর সাথে হাইড্রাইড গঠন করে। যেমনঃ এমোনিয়া (NH₃) ও ফসফিন (PH₃)। 

৬. ক্লোরাইড গঠনঃ ক্লোরিনের সাথে উভয় ক্লোরাইড গঠন করে। যেমন- NCl₃ ও PCl₃ 


৭. অক্সাইড গঠনঃ নাইট্রোজেন ও ফসফরাস একাধিক অনুরূপ অক্সাইড গঠন করে। যেমন- N₂O₃ ; N₂O₅ ; P₂O₃ ; P₂O₅ ইত্যাদি। 


৮. অক্সিএসিড গঠনঃ উভয় বিভিন্ন অম্লধর্মী অক্সিএসিড গঠন করে। যেমনঃ HNO₂ ; HNO₃ ; H₃PO₃ ; H₃PO₄ ইত্যাদি। 


৯. ধাতুর সাথে বিক্রিয়াঃ সক্রিয় ধাতুর সাথে নাইট্রোজেন ও ফসফরাস নাইট্রাইড (Na₃N, Ca₃N₂ ইত্যাদি) ও ফসফাইড (Na₃P, Ca₃P₂ ইত্যাদি) গঠন করে। এই যৌগগুলি আয়নিক প্রকৃতির হয়, যা পানিতে সহজে দ্রবীভূত হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।