হাইড্রোজেন বোমা?

হাইড্রোজেন বোমা? 





নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তা দ্বারা হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। 

যে নিউক্লিয় বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। যেমনঃ  
₁²H+₁³H ----->₂⁴He +₀¹n + শক্তি 

হাইড্রোজেন বোমার বিশেষত্ব হচ্ছে এটি শুধু জীবন্ত প্রাণীকে ধ্বংস করে। কিন্তু দালানকোঠা বা ঘরবাড়ির কোন ক্ষতি করে না।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।