হাইড্রোজেন এর যোজনী কত?

হাইড্রোজেন এর যোজনী কত? 




হাইড্রোজেন এর যোজনী 1.

আমরা জানি, কোন মৌল এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা যতটি ইলেকট্রন কম অথবা বেশি থাকে সেই ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের যোজনী নির্দেশ করে। 

যেমনঃ হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম (He)। হিলিয়াম অপেক্ষা হাইড্রোজেনের একটি ইলেকট্রন কম আছে। হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে আরও একটি ইলেকট্রন প্রয়োজন। এজন্য হাইড্রোজেনের যোজনী 1.
 
অথবা, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে এর যোজনী শক্তিস্তরে যতটি বেজোড় ইলেকট্রন থাকে ঐ বেজোড় ইলেকট্রনের সংখ্যাই ঐ মৌলের যোজনী নির্দেশ করে। 
এক্ষেত্রে হাইড্রোজেনে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর 1s¹ অরবিটাল একটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে। 
এজন্য হাইড্রোজেন এর যোজনী এক।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।