হাইড্রোজেন গ্যাসের ব্যবহার।

হাইড্রোজেন গ্যাসের ব্যবহার। 





হাইড্রোজেন গ্যাস বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। 

১. হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, কিন্তু অপরকে জ্বালায় না বলে একে গ্যাস বেলুনে ব্যবহার করা হয়। 

২. অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ বনস্পতি ঘি তৈরি করতে হাইড্রোজেন ব্যবহার করা হয়।

৩. কৃত্রিম সার প্রস্তুত করতে হাইড্রোজেন ব্যবহার করা হয়।

৪. কার্বন-ডাই-অক্সাইড হতে মিথানল প্রস্তুত করতে হাইড্রোজেন ব্যবহার করা হয়।

৫. এটি অক্সি-হাইড্রোজেন শিখা তৈরি করতে পারে বলে ঝালাই কাজে ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রায় 2000 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়।

৬. এটি 5000 ডিগ্রি সেলসিয়াস তাপ সৃষ্টি করতে পারে বলে একে হাইড্রোজেন টর্চ হিসেবে ব্যবহার করা হয়।

৭. পরীক্ষাগারে বিজারক হিসেবে হাইড্রোজেন ব্যবহার করা হয়।

৮. হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদনে হাইড্রোজেন ব্যবহার করা হয়।

৯. এটি পরিবেশকে দূষিত করে না বলে বর্তমানে জ্বালানীর বিকল্প হিসেবে হাইড্রোজেন গ্যাস ব্যবহারের প্রচেষ্টা চলছে।

১০. গ্রীন হাউজ গ্যাসের নির্গমন কমানোর ক্ষেত্রে এটি অবদান রাখে।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।