NaCl এর তড়িৎ বিশ্লেষণে কি কি অসুবিধা হয়।
NaCl এর তড়িৎ বিশ্লেষণে কি কি অসুবিধা হয়।
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে যেসব অসুবিধা দেখা যায় সেগুলো হলো-
১. সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে সামান্য ক্লোরিন গ্যাস ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
২. প্লাটিনাম তড়িৎদ্বার এবং গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করলে ক্যাথোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
৩. মার্কারি তড়িৎদ্বার ও গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করলে ক্যাথোডে প্রথমে ধাতব সোডিয়াম ও পরে সোডিয়াম অ্যামালগাম উৎপন্ন হয়।
Nacl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া টি কি
ReplyDeleteঅ্যানোড হিসেবে লৌহ ব্যবহার করা হলে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের কোন আয়ন টি আগে অ্যানোড এ গিয়ে জারিত হবে
ReplyDelete