ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে।

ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে। 





উত্তপ্ত ধাতুর সাথে উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ধাতব নাইট্রাইড উৎপন্ন হয়। 

যেমনঃ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি ধাতুর সাথে নাইট্রোজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়ামনাইট্রাইড, সোডিয়াম নাইট্রাইড উৎপন্ন করে।

3Ca + N₂ -----> Ca₃N₂
6Na + N₂ -----> 2Na₃N
6K + N₂ ------> 2K₃N
3Mg + N₂ -----> Mg₃N₂

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।