বিষাক্ত রাসায়নিক পদার্থ কি?

বিষাক্ত রাসায়নিক পদার্থ কি? 





যে সকল রাসায়নিক পদার্থ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সাধিত হয়, এমনকি মৃত্যুও হতে পারে সেই পদার্থগুলিকে বিষাক্ত রাসায়নিক পদার্থ বলা হয়। 


বিষাক্ত রাসায়নিক পদার্থ গুলি হচ্ছে-

ক্লোরোফরম, স্টাইরিন, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের লবণ, প্রোপানোন, ফেনল, শুষ্ক পিকরিক এসিড, সায়ানাইড যৌগ, মার্কারি, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম অ্যাজাইড, মিথানল, বেনজিন, ব্রোমিন, আর্সেনিক অক্সাইড, কারসিনোজেন, মিউটাজেন, টেরাটাজেন, নিকোটিন, ফরমালডিহাইড, বেরিয়াম ক্লোরাইড, Na ; k ; KCN ; LiAlH₄ ; NaH ; NaBH₄ ; HCN ; Cr₂O₃ ; CS₂ ; TNT ; CO ; PbO₂ ; AsH₃ ; NaOH; H₂SO₄ ; HNO₃ ; HCl ইত্যাদি ।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।