নিরুদক কি?

নিরুদক কি? 





নিরুদকঃ যে সকল রাসায়নিক যৌগের পানির প্রতি প্রবল আকর্ষণ থাকার কারণে সরাসরি পানি অণু শোষণ করে অথবা জৈব যৌগের অণুস্হিত পানির উপাদান হতে পানি অণু গঠনের মাধ্যমে পানি শোষণ করতে সক্ষম তাদেরকে নিরুদক বলে। 

যেমনঃ  গাঢ় H₂SO₄ ; P₂O₅ ; KHSO₄ ; Al₂O₃ ; H₃PO₄।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।