তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ সংরক্ষণ পদ্ধতি।

তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ সংরক্ষণ পদ্ধতি। 





তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে আন্তর্জাতিকভাবে ট্রিফয়েল বলা হয়। চিহ্নটি প্রথমে 1946 খ্রিস্টাব্দে আমেরিকায় ব্যবহার করা হয়। 

এই চিহ্ন দ্বারা অতিরিক্ত ক্ষতিকর আলোকরশ্মিকে বোঝানো হয়। এ ধরনের রশ্মি মানব দেহকে বিকলাঙ্গ করে দিতে পারে এবং ক্যান্সার সৃষ্টি করতে পারে। 

এইজন্য তেজস্ক্রিয় পদার্থগুলিকে এমন ভাবে সংরক্ষন করতে হবে, যাতে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মিগুলো চারদিকে ছড়িয়ে পড়তে না পারে। এধরনের তেজস্ক্রিয় রশ্মি নিয়ন্ত্রণের জন্য পুরু বা লেড ধাতুর পাত্রে সংরক্ষণ করা যায়। 

এই সকল পদার্থ ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত পোশাক এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।