তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা।

তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা। 





তড়িৎ হলো এক প্রকার শক্তি। যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহী বলা হয়। 
বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় সেই যৌগের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তন কে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ চালনা করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক আয়নসমূহ ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় বলে এদেরকে ক্যাটায়ন এবং ঋনাত্বক আয়নসমূহ অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় বলে এদেরকে অ্যানায়ন বলে। 

তড়িৎ বিশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়া-

১. ক্যাথোডে বিজারণ ঘটে এবং এর মাধ্যমে ব্যাটারি থেকে ইলেকট্রন তড়িৎ বিশ্লেষ্য কোষে প্রবেশ করে। 

২. অ্যানোডে জারণ ঘটে এবং এর মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে ইলেকট্রন ব্যাটারিতে প্রবেশ করে।

৩. ক্যাথোড হতে ক্যাটায়ন যতটি ইলেকট্রন গ্রহণ করে, অ্যানায়ন অ্যানোডে ততটি ইলেকট্রন ত্যাগ করে।

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?