সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য কি?

সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য কি?



 

সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.05g - 0.2g কঠিন নমুনা ব্যবহার করা হয়। 
কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.005g - 0.02g কঠিন নমুনা ব্যবহার করা হয়। 

২. সেমি মাইক্রো পদ্ধতিতে 2ml - 4ml আয়তনের দ্রবণ ব্যবহার করা হয়।
কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.2ml - 1ml আয়তনের দ্রবণ ব্যবহার করা হয়।

৩. সেমি মাইক্রো বিশ্লেষণে যৌগের পৃথকীকরণ, পরিমাণগত বিশ্লেষণ ও কাঠামো নির্ণয় করতে ব্যবহার করা হয়।
কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে অধঃক্ষেপণ পদ্ধতিসহ বেয়ার ল্যাম্বার্ট সূত্র ভিত্তিক ক্রোমাটোগ্রাফি ও স্পেকট্রোমিটার ব্যবহার করা হয়।

৪. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে উৎপন্ন বর্জ্যের পরিমাণ মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির থেকে বেশি হয়। কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে উৎপন্ন বর্জ্যের পরিমাণ সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির থেকে কম হয়।

৫. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে তরল নমুনা পরিমাপ করার জন্য সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়।
কিন্তু, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে তরল নমুনা পরিমাপ করার জন্য মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়।

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?