তড়িৎ বিশ্লেষণ জারন-বিজারণ প্রক্রিয়া কেন?
তড়িৎ বিশ্লেষণ জারন-বিজারণ প্রক্রিয়া কেন?
তড়িৎ বিশ্লেষণ একটি জারন-বিজারণ প্রক্রিয়া। কারণ তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ক্যাথোড থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়।
অপরদিকে অ্যানায়ন অ্যানোডে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে জারিত হয়। যা জারন-বিজারনের ইলেকট্রনীয় ধারণা হতে পাওয়া যায়।
যেমনঃ বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় নিম্নোক্ত প্রক্রিয়া সম্পন্ন হয়।
NaCl(বিগলিত) ---->Na+(l)+Cl-(l)
Cl- (l) -----> Cl + e (অ্যানোড জারণ)
Na+ +e -----> Na(ক্যাথোডে বিজারণ)
অ্যানোড হচ্ছে জারণ তড়িৎদ্বার এবং ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। প্রকৃতপক্ষে যে কোন তড়িৎ বিশ্লেষণে দেখা যায়, তড়িৎ বিশ্লেষণ কালে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ প্রক্রিয়া সংঘটিত হয়।
সুতরাং বলা যায়, তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া।
Proper answer, best answer. 👍👍👍✌
ReplyDeleteVery Helpful 🙂
ReplyDeleteThanks for this answer it is very helpful 🆘🆘
ReplyDelete