পরমশূন্য তাপমাত্রা কি?
পরমশূন্য তাপমাত্রা কি?
পরমশূন্য তাপমাত্রাঃ চার্লসের সূত্র অনুযায়ী যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই
তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলে।
এর মান - 273º C বা 0 K.
অর্থাৎ -273º C তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।
কিন্তু বাস্তবে দেখা যায় গ্যাস সমূহ এ তাপমাত্রায় পৌঁছার অনেক পূর্বেই তাদের আয়তন শূন্য হয়ে যায়। অর্থাৎ সেটি আর গ্যাস থাকে না তরল বা কঠিন পদার্থে পরিণত হয়ে যায়।
চার্লসের সমীকরণ হতে দেখানো যায় -
Vt = V₀ ( 1 + t / 273)
এখানে t = -273º C হলে
V = V₀ (1 - 273 / 273) = 0
অর্থাৎ -273º C তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।
Comments
Post a Comment