প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল সকল গ্যাসের আয়তন 22.4 লিটার প্রমাণ কর।
প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল সকল গ্যাসের আয়তন 22.4 লিটার প্রমাণ কর।
আণবিক ভরঃ কোন পদার্থের আণবিক সংকেতের ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ পদার্থের আণবিক ভর বা 1 মোল বলে।
মোলার আয়তনঃ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একমোল কোন গ্যাস যে আয়তন দখল করে তাকে ঐ গ্যাসের মোলার আয়তন বলে।
বাষ্প ঘনত্বঃ একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের যে কোনো আয়তনের ভর ও সমআয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ঐ গ্যাসের বাষ্প ঘনত্ব বলে।
মনে করি, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব = D
D = (গ্যাসটির যেকোন আয়তনের ভর) ÷ (সম আয়তন হাইড্রোজেনের ভর)
D = (প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার গ্যাসের ভর) ÷ ( প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর)
D = ( প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার গ্যাসের ভর)
÷ ( 0.089 গ্রাম)
[ প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম]
বা, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার গ্যাসের ভর = D x 0.089 গ্রাম।
অ্যাভোগেড্রোর সূত্র অনুসারে কোন গ্যাসের আণবিক ভর (M) = 2 x বাষ্প ঘনত্ব (D)
অতএব, D = M ÷ 2
প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার গ্যাসের ভর
= M/2 x 0.089 গ্রাম।
প্রমাণ তাপমাত্রা ও চাপে M/2 x 0.089 গ্রাম গ্যাসের আয়তন = 1 লিটার।
অতএব, প্রমাণ তাপমাত্রা ও চাপে M গ্রাম গ্যাসের আয়তন = (2 x M) ÷ (M x 0.089) লিটার
= 22.4 লিটার।
অতএব, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার।
যেহেতু তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের আয়তন পরিবর্তিত হয়। তাই তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের মোলার আয়তনও একইভাবে পরিবর্তিত হবে।
অতএব বলা যায়, প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন নির্দিষ্ট এবং তা 22.4 লিটার।
Comments
Post a Comment