সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, সন্ধি আয়তন কি?

সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, সন্ধি আয়তন কি?




সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রাঃ 
সন্ধি তাপমাত্রা হলো এমন একটি তাপমাত্রা যার উপরে কোন গ্যাসকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন গ্যাসটি আর তরলে পরিণত হয় না। এ তাপমাত্রাকে সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বলে।
একে Tc দ্বারা প্রকাশ করা হয়।
যেমনঃ CO₂ এর সংকট তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস।
এই তাপমাত্রার উপরে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন তা আর তরলে পরিণত হয় না। কিন্তু ঐ তাপমাত্রার নিচে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস কে নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। এজন্য 31.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কার্বন ডাই অক্সাইডের সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা বলে।


সন্ধি চাপ বা সংকট চাপঃ কোন গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় রেখে ন্যূনতম যে চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায় ঐ চাপকে সন্ধি চাপ বা সংকট চাপ বলে। একে Tc দ্বারা নির্দেশ করা হয়।

যেমনঃ হাইড্রোজেনের সংকট চাপ 12.8 atm. অর্থাৎ হাইড্রোজেন গ্যাসকে তার সংকট তাপমাত্রায় রেখে ন্যূনতম 12.8 atm চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। এজন্য 12.8 atm চাপকে হাইড্রোজেন গ্যাসের সংকট চাপ বা সন্ধি চাপ বলে।


সন্ধি আয়তন বা সংকট আয়তনঃ সংকট তাপমাত্রা ও সংকট চাপে 1 মোল পরিমাণ কোন গ্যাস যে আয়তন দখল করে তাকে সংকট আয়তন বা সন্ধি আয়তন বলে। একে Vc দ্বারা প্রকাশ করা হয়।
যেমনঃ অক্সিজেন গ্যাসের সংকট আয়তন 74. 42 ml. অর্থাৎ সংকট তাপমাত্রা ও চাপে এক মোল অক্সিজেন গ্যাস 74. 42 ml আয়তন দখল করে। এজন্য 74. 42 ml আয়তনকে অক্সিজেন গ্যাসের সংকট আয়তন বলে।

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।