চার্লসের সূত্র।
চার্লসের সূত্র।
ফরাসি বিজ্ঞানী চার্লস 1787 খ্রিস্টাব্দে এবং গে- লুসাক 1802 খ্রিস্টাব্দে স্বতন্ত্রভাবে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক আবিষ্কার করেন। একে চার্লসের সূত্র বা গে-লুসাকের সূত্র বলে।
চার্লসের সূত্রটি নিম্নরূপঃ
স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসটির পরম তাপমাত্রা সমানুপাতিক।
স্থির চাপে গ্যাসের আয়তন V এবং তাপমাত্রা T হলে গাণিতিক ভাবে লেখা যায়-
V α T
V = KT (এখানে K সমানুপাতিক ধ্রুবক)।
V / T = K
গ্যাসের তাপমাত্রা T পরিবর্তন করে T₁ ; T₂ ; T₃----- ইত্যাদি হলে, গ্যাসের আয়তন V থেকে V₁ ; V₂ ; V₃---- ইত্যাদিতে পরিবর্তিত হবে।
সুতরাং লেখা যায়,
V₁ / T₁ = V₂ / T₂ = V₃ / T₃ = ------ = K
এটি চার্লসের সূত্র।
Comments
Post a Comment