অ্যালুমিনিয়াম ধাতুর ভৌত ও রাসায়নিক ধর্ম।

অ্যালুমিনিয়াম ধাতুর ভৌত ও রাসায়নিক ধর্ম।




অ্যালুমিনিয়াম ধাতুটি পর্যায় সারণিতে তৃতীয় পর্যায়ে ও 13 নম্বর গ্রুপে অবস্থান করে। 

অ্যালুমিনিয়ামের ভৌত ধর্মঃঅ্যালুমিনিয়াম ধাতুর ভৌত ধর্ম সমূহ নিম্নরূপ -

১. অ্যালুমিনিয়াম উজ্জ্বল রুপালি বর্ণের ধাতু।

২. এর আপেক্ষিক গুরুত্ব 2.7 g cm-³

৩. অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক 660 ডিগ্রী সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক ও 2519 ডিগ্রি সেলসিয়াস।

৪. অ্যালুমিনিয়াম তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।

৫. অ্যালুমিনিয়ামের ঘাত সহনশীলতা ও প্রসারতা বেশি বলে, এটি দ্বারা পাতলা পাত তৈরি করা যায়।

অ্যালুমিনিয়ামের রাসায়নিক ধর্মঃ অ্যালুমিনিয়াম মৌলের শেষ কক্ষপথে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন (Ne) এর থেকে  তিনটি ইলেকট্রন বেশি থাকায় এর যোজনী 3. অ্যালুমিনিয়াম মধ্যম শক্তিশালী বিজারক এবং ইলেক্ট্রোপজিটিভ।

রাসায়নিক ধর্মসমূহ নিম্নরূপ-

১. বাতাসের সাথে বিক্রিয়াঃ অ্যালুমিনিয়ামের উপরিপৃষ্ঠতলে বাতাসের সংস্পর্শে অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রলেপ পড়ে। যার কারণে অ্যালুমিনিয়ামের সাথে বাতাসের অক্সিজেন আর বিক্রিয়া করতে পারে না। এ কারণে সাধারণ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। কিন্তু খুব উত্তপ্ত করলে বিশেষ করে পাত আকার হলে এটি জ্বলে ওঠে এবং অ্যালুমিনিয়াম অক্সাইডে (Al₂O₃) পরিণত হয়।
  
    4 Al + 3 O₂ --------> 2Al₂O₃

২. নাইট্রোজেনের সাথে বিক্রিয়াঃ অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম নাইট্রাইট (AlN) গঠন করে।
2Al + N₂  ----------> 2 AlN

৩. পানির সাথে বিক্রিয়াঃ কক্ষ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম পানির সাথে বিক্রিয়া করে না। কিন্তু উত্তপ্ত অবস্থায় জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
2Al + 6H₂O -------> 2Al(OH)₃ + 3H₂

৪. এসিডের সাথে বিক্রিয়াঃ অ্যালুমিনিয়াম লঘু হাইড্রোক্লোরিক এসিডের সাথে ধীরগতিতে এবং গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের সাথে দ্রুতগতিতে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে।
2Al + 6HCl ----------> 2AlCl₃  + 3 H₂

৫. ক্ষারের সাথে বিক্রিয়াঃ অ্যালুমিনিয়াম ধাতু কস্টিক সোডা বা কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বা পটাশিয়াম অ্যালুমিনেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
2Al + 2NaOH --------> 2NaAlO₂ + H₂

৬. হ্যালোজেনের সাথে বিক্রিয়াঃ উত্তপ্ত অবস্থায় অ্যালুমিনিয়াম বিভিন্ন হ্যালোজেন এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হ্যালাইড উৎপন্ন করে।
2Al + 3X₂ -------->2AlX₃ (X = Cl₂ ; Br₂ ; I₂)

৭. অন্যান্য অধাতুর সাথে বিক্রিয়াঃ উত্তপ্ত অবস্থায় অ্যালুমিনিয়াম বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া করে। যেমনঃ ফসফরাসের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ফসফাইড সালফারের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফাইড উৎপন্ন করে।
Al + P --------> AlP
2Al + 3S --------> Al₂S₃.

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।