ধাতুর অক্সাইড ক্ষারীয় কেন?

ধাতুর অক্সাইড ক্ষারীয় কেন? 


ধাতুসমূহ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতুর অক্সাইড গঠন করে। যেমনঃ ম্যাগনেসিয়াম (Mg) অক্সিজেনের (O₂) সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) গঠন করে।

2Mg +  O₂  -----------> 2MgO

এক্ষেত্রে ম্যাগনেসিয়াম পরমাণু তার বহিঃস্থ কক্ষপথ হতে দুটি ইলেকট্রন ত্যাগ করে Mg²+ আয়ন গঠন করে। অপরদিকে, অক্সিজেন পরমাণুর দুটি ইলেকট্রন গ্রহণ করে O²- আয়ন গঠন করে।

Mg  ----------> Mg²+    + 2e-

O + 2e-    ----------> O²-

Mg²+ +  O²-   --------->   MgO

 ধাতুর অক্সাইডগুলি পানিতে দ্রবীভূত  করলে  অক্সাইড আয়ন O²- তৈরি হয়। এই অক্সাইড আয়ন  পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড আয়ন(OH-) গঠন করে। যা ক্ষারীয়তার বৈশিষ্ট্য। 

যেমনঃ সোডিয়াম অক্সাইড (Na₂O) পানিতে দ্রবীভূত করলে অক্সাইড আয়ন (O²-) উৎপন্ন হয়। এই অক্সাইড আয়ন পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোক্সাইড গঠন করে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)  উৎপন্ন হয়।

Na₂O (aq) ------> 2Na+(aq)     + O²-(aq)

O²-(aq) + H₂O (l) -------> 2HO- (aq)

2Na+(aq)  + 2HO- (aq) ---------> 2NaOH

 আবার, ধাতুর অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে। যেমনঃ জিংক অক্সাইড (ZnO) হাইড্রোক্লোরিক এসিডের (HCl) সাথে বিক্রিয়া করে জিংক ক্লোরাইড (ZnCl₂)লবণ ও পানি উৎপন্ন করে।

ZnO + 2HCl  --------> ZnCl₂ + H₂O

যেহেতু, ধাতুর অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে এবং পানিতে দ্রবীভূত করলে হাইড্রোক্সাইড গঠন করে। সেহেতু বলা যায়, ধাতুর অক্সাইড সমূহ ক্ষারীয়।

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।