[] সক্রিয়তা সিরিজ কি?

[] সক্রিয়তা সিরিজ কি?



সক্রিয়তা সিরিজঃ 

অধিক সক্রিয় ধাতুকে উপরে এবং তা অপেক্ষা কম সক্রিয় ধাতুকে নিচে বসিয়ে একটি সিরিজ পাওয়া যায়। এ সিরিজকে ধাতুসমূহের সক্রিয়তা সিরিজ বলা হয়। অর্থাৎ ধাতু ধাতুসমূহকে তাদের সক্রিয়তা অনুসারে বসালে যে সিরিজ পাওয়া যায় তাকে সক্রিয়তা সিরিজ বলে। 

যেমনঃ পটাশিয়ামের সক্রিয়তা লিথিয়ামের সক্রিয়তার চেয়ে কম। তাই সক্রিয়তা সিরিজে লিথিয়ামের পরে পটাশিয়ামের অবস্থান।

সক্রিয়তা সিরিজ হচ্ছে-

 Li > K > Na > Ca > Mg > Al > Mn > Zn > Cr > Fe > Cd > Co > Ni > Sn > Pb > H > Cu > Hg > Ag > Pt > Au.

Comments

  1. Hg এটা কি পরমাণু ?????

    ReplyDelete
  2. সক্রিয়তা সিরিজের কোনটির অবস্থান উপরে

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।