ব্রাউনীয় গতি কি?

ব্রাউনীয় গতি কি?


ব্রাউনীয় গতিঃ 

কলয়েড কণার ইতস্তত ভ্রমণকে ব্রাউনীয় গতি বলা হয়। কলয়েড হচ্ছে বিশুদ্ধ দ্রবণ এবং অসম মিশ্রণের মধ্যবর্তী অবস্থান। কোন বস্তুর অতিক্ষুদ্র কণিকাসমূহ যখন কোন তরল পদার্থে মিশ্রিত অবস্থায় থাকে, তখন ঐ মিশ্রণকে কলয়েড দ্রবণ বলে। অথবা, দ্রবণে যদি দ্রব্যের কণাগুলির ব্যাস 2nm থেকে 500nm  এর মধ্যে হয় তখন এ দ্রবণকে কলয়েড দ্রবণ বলে। কলয়েড দ্রবণে দ্রব্যের কণাগুলি অধঃক্ষিপ্ত হয় না। কলয়েড দ্রবণের দুটি দশা থাকে। একটি হলো বিস্তৃত দশা, দ্রবণে যার পরিমাণ কম থাকে এবং অপরটি হচ্ছে বিস্তার মাধ্যম, দ্রবণে যার পরিমাণ বেশি থাকে। কলয়েড কণার আকার যত বড় হয়, তার গতি তত কম হয়। দুধ একটি কলয়েড। এটি পানিতে চর্বি কনার কলয়েড। এখানে পানি হল বিস্তার মাধ্যম এবং চর্বি হলো বিস্তৃত দশা।

ব্রাউনীয় গতির ব্যাখ্যাঃ

উইনার নামক একজন বিজ্ঞানী আণবিক গতিতত্ত্বের সাহায্যে সর্বপ্রথম ব্রাউনীয় গতির ব্যাখ্যা দেন। মনে করি, পানিতে একটা কলয়েড কণা আছে। ঐ কণা পানির বহুসংখ্যক অনু দ্বারা পরিবেষ্টিত। এ অনু সমূহ সর্বদা বিভিন্ন দিকে ধাবমান। কিছু সংখ্যক অনু যেকোনো সময় কলয়েড কণাকে ধাক্কা দেয়। এ ধাক্কা সমান না হওয়ায় কলয়েড কণা এক দিকে ধাবিত হয়। যে দিক হতে ধাক্কা বেশি আসে, কলয়েড কণাটি তার বিপরীত দিকে গতিশীল হয়। কলয়েড কণার আকার যত বাড়ে সকল দিক হতে ধাক্কার পরিমান তত বাড়ে। ফলে কোন একটি দিছে অসমান ধাক্কার সম্ভাবনা হ্রাস পায়। এই অবস্থায় ব্রাউনীয় গতি প্রায় শূন্য হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।