Na ধাতুর সাথে পানি যোগ করা যায় না কেন?
Na ধাতুর সাথে পানি যোগ করা যায় না কেন?
সোডিয়াম অতি সক্রিয় ক্ষার ধাতু। এর সর্ববহিঃস্থ শক্তিস্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন এর থেকে একটি ইলেকট্রন বেশি থাকে।
এজন্য সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীলতা অর্জন করে। সোডিয়াম ধাতু পানির সংস্পর্শে NaOH ক্ষার ও H₂ গ্যাস উৎপন্ন করে।
2Na + 2H₂O --------> 2NaOH + H₂ + তাপ
এই বিক্রিয়াটি তাপোৎপাদী । বিক্রিয়ায় উৎপন্ন তাপ হাইড্রোজেন এর সাথে জ্বলে ওঠে এবং বিস্ফোরণ ঘটতে পারে। যা বিপদজনক হতে পারে।
এই বিক্রিয়াটি তাপোৎপাদী । বিক্রিয়ায় উৎপন্ন তাপ হাইড্রোজেন এর সাথে জ্বলে ওঠে এবং বিস্ফোরণ ঘটতে পারে। যা বিপদজনক হতে পারে।
এইজন্য সোডিয়াম ধাতুর সাথে পানি যোগ করা যায় না।
Comments
Post a Comment