মৌলিক অণু ও যৌগিক অনু কাকে বলে।
মৌলিক অণুঃ একই মৌলের একাধিক পরমাণু দ্বারা যে চার্জ নিরপেক্ষ কণা গঠিত হয় তাকে মৌলিক অণু বলে। যেমনঃ হাইড্রোজেন অণু (H₂), অক্সিজেন অণু (O₂), ওজন অণু (O₃) নাইট্রোজেন অণু (N₂) ইত্যাদি ।
যৌগিক অণুঃ ভিন্ন ধরনের একাধিক মৌলের পরমাণু দ্বারা যে চার্জ নিরপেক্ষ কণা গঠিত হয় তাকে যৌগিক অণু বলে। যেমনঃ কার্বন-ডাই-অক্সাইড (CO₂), সোডিয়াম ক্লোরাইড (NaCl), মিথেন (CH₄) ইত্যাদি।
Comments
Post a Comment