অবিশুদ্ধ নিকেলকে বিশুদ্ধকরণ প্রক্রিয়া।

অবিশুদ্ধ নিকেলকে বিশুদ্ধকরণ প্রক্রিয়া।



 

তড়িৎ বিশোধন পদ্ধতিতে অবিশুদ্ধ নিকেলকে বিশুদ্ধ করা হয়। এ পদ্ধতিতে একটি তড়িৎ কোষে নিকেল সালফেট দ্রবণে অবিশুদ্ধ নিকেল দণ্ডকে অ্যানোড তড়িৎদ্বার হিসেবে এবং 100% বিশুদ্ধ নিকেল ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে দ্রবণে আংশিক নিমজ্জিত করা হয়। এরপর তড়িৎদ্বার দুটিকে বর্তনী দ্বারা যুক্ত করে বিদ্যুৎ সংযোগ প্রবাহ করলে কোষে অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া সংঘটিত হয়। অ্যানোডে নিকেল ধাতু ইলেকট্রন ত্যাগ করে Ni²+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসে। অপরদিকে এই Ni²+ আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব নিকেল হিসেবে ক্যাথোডের গায়ে জমা হয়।
 
অ্যানোড বা জারণ বিক্রিয়াঃ 
Ni  -----> Ni²+  + 2e

ক্যাথোড বা বিজারণ বিক্রিয়াঃ 
Ni²+  + 2e -----> Ni


এভাবে নিকেল ধাতুর তড়িৎ বিশোধন করা হয়।



Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।