ঢালাই লোহা থেকে ইস্পাত তৈরি। ঢালাই লোহাকে জারিত করলে এর মধ্যস্থিত ভেজাল কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার ও ফসফরাস ধাতুমল রূপে পৃথক হয়ে যায়।এরপর লোহার সাথে নির্দিষ্ট পরিমাণে স্পাইজেল যোগ করে ইস্পাত তৈরি করা হয়। স্পাইজেল হল আয়রন, কার্বন ও ম্যাঙ্গানিজ এর মিশ্রণ। ওপেন হার্থ প্রণালীঃ ওপেন হার্থ প্রণালীতে ঢালাই লোহা থেকে ইস্পাত তৈরি করা যায়। চুল্লির গঠন প্রণালীঃ এ পদ্ধতিতে অগ্নিসহ ইটের তৈরি চতুস্কোন চুল্লী ব্যবহার করা হয়। চুল্লীর অভ্যান্তরে প্রশস্ত ও অগভীর। এর উপরে একটি নিচু ছাদ আছে যা উত্তপ্ত গ্যাস প্রতিফলিত করে চুল্লির আঁধারকে উত্তপ্ত করে। এর এক প্রান্তে গ্যাস প্রবেশের ও অপরপ্রান্তে গ্যাস নির্গমনের ব্যবস্থা থাকে। ঢালাই লোহায় ফসফরাসের পরিমাণ বেশি থাকলে চুল্লীর ভেতরের অংশে চুন ও ম্যাগনেশিয়ামের আস্তরণ দেওয়া হয়। এ অবস্থায় পদ্ধতিকে ক্ষার ওপেন হার্থ পদ্ধতি বলে। আবার, ঢালাই লোহায় ফসফরাস কম থাকলে চুল্লির ভেতরে সিলিকন পদার্থ দ্বারা আস্তরন দেওয়া হয়। তখন এ পদ্ধতিকে অ্যাসিড ওপেন হার্থ পদ্ধতি বলে। কার্যপ্রণালীঃ চুল্লির...